বান্ধবীকে শ্লীলতাহানি ২ বন্ধুর, অভিযোগ দায়ের যাদবপুর থানায়

Wednesday, December 30 2020, 6:39 am
বান্ধবীকে শ্লীলতাহানি ২ বন্ধুর, অভিযোগ দায়ের যাদবপুর থানায়
highlightKey Highlights

দক্ষিণ কলকাতার বিক্রমগড়ে এক বান্ধবীর জন্মদিনের পার্টি সেরে গাড়ি করে বাড়ী ফিরছিলেন ৪ জন বন্ধু-বান্ধবী। তরুণীর বয়ান অনুযায়ী, সার্দান অ্যাভিনিউ এবং শরৎ বোস অ্যাভিনিউ-এ গাড়িটি বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করতে থাকে। তাঁরই সামনে দুই বন্ধু মিলে সেই বান্ধবীর সাথে অশ্লীল আচরণ করতে থাকে। তরুণী অস্বস্তিবোধ করলে ভবানীপুর থানার সামনে নেমে যায়। পরে তারা দুই বান্ধবী মিলে যাদবপুর থানায় ঐ ২ বন্ধুর নামে অভিযোগ দায়ের করেছে। বছর ২১-এর এই তরুণী মহেশতলার বাসিন্দা বলে খবর পুলিশ সূত্রে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File