Bike Taxi | বন্ধ হয়ে যাবে OLA, Rapido, Uber Moto এর মতো বাইক ট্যাক্সির পরিষেবা! ৬ সপ্তাহ সময় দিলো আদালত!

Thursday, April 3 2025, 11:44 am
highlightKey Highlights

শীঘ্রই বন্ধ হতে চলেছে OLA, Rapido, Uber Moto এর মতো অ্যাপ বাইক ট্যাক্সির পরিষেবা।


শীঘ্রই বন্ধ হতে চলেছে OLA, Rapido, Uber Moto এর মতো অ্যাপ বাইক ট্যাক্সির পরিষেবা। বুধবার কর্নাটক হাইকোর্ট নির্দেশ দিয়ে জানায়, আগামী ৬ সপ্তাহের মধ্যেই অ্যাপ বাইক পরিষেবা বন্ধ করতে হবে। আদালত জানায়, মোটর ভেহিকেলস অ্যাক্ট ১৯৮৮র ৩ নম্বর ধারার অধীনে সরকার প্রয়োজনীয় গাইডলাইন জারি না করা পর্যন্ত রাজ্যে বাইক ট্যাক্সি চলতে পারে না। বিচারপতি বিএম শ্যাম প্রসাদের বেঞ্চ বলে, রাজ্য সরকারকে তিন মাস সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে রাজ্য সরকারকে প্রয়োজনীয় আইন ও গাইডলাইন তৈরি করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File