Bikash Bhavan | গেট ভেঙে বিকাশভবনের ভিতরে ঢুকলেন চাকরিহারা আন্দোলনকারীরা! ফের উত্তপ্ত করুণাময়ী!

Thursday, May 15 2025, 7:49 am
highlightKey Highlights

ফের উত্তপ্ত করুণাময়ী! বৃহস্পতিবার সকালে আবারও বিকাশভবন অভিযানে আসেন চাকরিহারারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা।


ফের উত্তপ্ত করুণাময়ী! বৃহস্পতিবার সকালে আবারও বিকাশভবন অভিযানে আসেন চাকরিহারারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় প্রস্তুত ছিল কলকাতা পুলিশও। বেলা গড়াতেই আশঙ্কা সত্যি হলো। শুরু হয় আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই সময়ে বিকাশভবনের সামনের দিকে গেট ভাঙার চেষ্টা করতে থাকেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। একটা সময়ে বিকাশভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরিহারারা। তাঁদের দাবি, ভাতা নয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File