Bihar Vote | মিলল পূর্বাভাস, পুনরায় শক্তিশালী হয়ে বিহারে ফিরছে NDA!

Friday, November 14 2025, 9:39 am
highlightKey Highlights

এদিন ফলপ্রকাশ শুরু হতেই দেখা গেল পূর্বাভাসই সত্যি হতে চলেছে। দুপুর আড়াইটে পর্যন্ত লিড ধরে রেখেছে তারাই।


সব বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস সত্যি হল। সমস্ত সমীক্ষাই এনডিএ শিবিরকে এগিয়ে রেখেছিল, এদিন ফলপ্রকাশ শুরু হতেই দেখা গেল পূর্বাভাসই সত্যি হতে চলেছে। দুপুর আড়াইটে পর্যন্ত লিড ধরে রেখেছে তারাই। এনডিএ ২০২টি আসনে লিড নিয়েছে। অন্য দিকে, তেজস্বীরা লিড ধরে রাখতে পেরেছেন মাত্র ৩৫টি আসনে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এনডিএ ফিরছে, বুথ ফেরত সমীক্ষা মিলে যাচ্ছে। কিন্তু এনডিএ কেবল ফিরছেই না, বুথ ফেরত সমীক্ষার হিসেবনিকেশ উল্টে দিয়ে এনডিএ আরও প্রবল ভাবে ফিরছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File