Bihar Elections 2025 | দ্বিতীয় দফায় রেকর্ড ভোট পড়লো বিহারে, তবে কি এবার কুর্সি ছাড়তে হবে এনডিএ-কে?

ভোটের হারের যে প্রাথমিক হিসাব নির্বাচন কমিশন দিচ্ছে, তাতে বিহারে দ্বিতীয় দফার ১২২ আসনে ভোট পড়েছে ৬৭.১৪ শতাংশ।
বিহারের প্রথম পর্বে বিহারে ভোটের হার ছিল ৬৫ শতাংশের বেশি। দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট পড়ল বিহারে। নির্বাচন কমিশনের প্রাথমিক রিপোর্ট বলছে, বিকাল পাঁচটা পর্যন্ত বিহারে দ্বিতীয় দফার ১২২ আসনে ভোট পড়েছে ৬৭.১৪ শতাংশ। যা সর্বকালের রেকর্ড। পূর্ববর্তী রিপোর্ট বলছে, যতবার বিহারে ভোটদানের হার বেড়েছে ততবার সরকার বদল হয়েছে সেরাজ্যে। ১৯৬৭ সালে ভোট বেড়েছিল ৭ শতাংশ। সেবার কংগ্রেস হেরে প্রথম অকংগ্রেসি জোট সরকার গঠন হয়। ১৯৮০ এবং ১৯৯০ সালেও ভোট হার বাড়ে, সরকার বদল হয়। এবারেও এ ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।
