রাজনৈতিক

Bihar Cabinet | দশমবারের জন্যে মূখ্যমন্ত্রীর কুর্সিতে নীতিশ কুমার, BJP-র হাতে বিহারের মন্ত্রিসভা!

Bihar Cabinet | দশমবারের জন্যে মূখ্যমন্ত্রীর কুর্সিতে নীতিশ কুমার, BJP-র হাতে বিহারের মন্ত্রিসভা!
Key Highlights

২০ নভেম্বরই দশমবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে NDAর বৈঠকে হওয়া চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, বিহারের মুখ্যমন্ত্রী থাকছেন নীতীশ কুমারই। তবে নতুন সরকারে সংখ্যাগরিষ্ট প্রতিনিধিত্ব করবে BJPই। সূত্রের খবর, BJP থেকে প্রায় ১৫-১৬ জন এবং নীতীশের দল JDU থেকে ১৪ জন মন্ত্রী হতে পারেন। ১৯টি আসনে জেতা চিরাগ পাসোয়ানের LJD তিনটি মন্ত্রিপদ পেতে পারে। জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা একটি করে মন্ত্রিপদ পেতে পারে। ২০ নভেম্বর মুখ্যমন্ত্রী শপথগ্রহণ করবেন।