Bihar Cabinet | শপথ নিয়েছেন নীতিশ কুমার, বিহার ক্যাবিনেটে ঠাঁই হয়েছে ২৬ জন বিধায়কের
Thursday, November 20 2025, 1:27 pm
Key Highlightsমুখ্যমন্ত্রীর কুর্সিতে দশমবার শপথ নিয়েছেন নীতীশ কুমার। নীতীশের মন্ত্রিসভায় আপাতত ঠাঁই হয়েছে ২৬ জনের।
ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে বসেছেন নীতীশ কুমার। মন্ত্রিসভায় জায়গা হয়েছে ২৬ জনের। নীতীশের মন্ত্রিসভার JDU এর সদস্যরা হলেন: বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব, শ্রবণ কুমার, অশোক চৌধুরী, লেসি সিং, মদন সাহানি, সুনীল কুমার, মহম্মদ জামা খান। বিজেপির সদস্যরা হলেন: সম্রাট চৌধুরী, বিজয় সিনহা, মঙ্গল পাণ্ডে, ডঃ দিলীপ কুমার জয়সওয়াল, নিতিন নবীন, রামকৃপাল যাদব, সঞ্জয় সিনহা টাইগার, অরুণশঙ্কর প্রসাদ, সুরেন্দ্র মেহতা, নয়ন প্রসাদ, রামা নিসাদ, লখেন্দ্র কুমার রোশন, শ্রেয়শ্রী সিনহা, প্রমোদ কুমার।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- নীতিশ কুমার
- বিহার
- মন্ত্রী
- মন্ত্রীমহল
- বিজেপি

