Share Market | শেয়ার বাজারে বড় ধস! সর্বকালীন সর্বোচ্চ স্তর থেকে নীচে সেনসেক্সের সূচক
বর্তমানে সেনসেক্স সর্বকালীন সর্বোচ্চ স্তর থেকে প্রায় ৭২০০ পয়েন্ট নীচে।
সপ্তাহ শুরুতেই শেয়ার বাজারে ধস! এদিন সেনসেক্স নেমে গিয়েছিল ৭২ হাজার ২৩২.৬০ পয়েন্টে। বর্তমানে সেনসেক্স সর্বকালীন সর্বোচ্চ স্তর থেকে প্রায় ৭২০০ পয়েন্ট নীচে। লেনদেন শেষ হতে হতে সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৭৮ হাজার ৭৮২.২৪ পয়েন্টে। এদিকে আজ নিফটি৫০ সূচকও নেমেছিল ১.২৭ শতাংশ বা ৩০৯ পয়েন্ট। আজ শেয়ার বাজারে লেনদেন শেষ হতে হতে নিফটি৫০ দাঁড়িয়ে ছিল ২৩ হাজার ৯৯৫.৩৫ পয়েন্টে। বর্তমানে সর্বকালীন রেকর্ড থেকে প্রায় ২৪০০ পয়েন্ট নীচে নিফটি। আজ ব্যাঙ্ক নিফটিও নিম্নমুখী ছিল।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- সেনসেক্স