UPI | ১লা ফেব্রুয়ারি থেকে অনলাইন লেনদেনে বড় বদল!আগেভাগে সতর্ক না হলে করতে পারবেন না UPI ট্রানজাকশন
Thursday, January 30 2025, 11:49 am

অনলাইনে লেনদেনের ক্ষেত্রে UPI ট্রানজাকশন আইডিতে অ্যালফানিউমেরিক ক্যারেক্টারই থাকতে হবে।
১লা ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের নিয়ম। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া বা NPCIর তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়ে হয়েছে, ১লা ফেব্রুয়ারি থেকে যদি অনলাইন পেমেন্টে ট্রানজাকশন আইডিতে স্পেশাল ক্যারেক্টার থাকে, তবে সেই পেমেন্ট যাবে না। তা বাতিল হয়ে যাবে। অর্থাৎ অনলাইনে লেনদেনের ক্ষেত্রে UPI ট্রানজাকশন আইডিতে অ্যালফানিউমেরিক ক্যারেক্টারই থাকতে হবে। যদি @, #, $-র মতো কোনও স্পেশাল ক্যারেক্টার থাকে, তবে সেই লেনদেন হবে না।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ইউপিআই
- অনলাইন পেমেন্ট