New Town | নিউটাউনে নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডের জের! টোটো, ই-রিক্সা চালকদের জন্য কড়া নিয়ম বিধাননগর পুলিশের!
Wednesday, February 12 2025, 6:26 pm
![highlight](/img/target.png)
এবার থেকে নিউ টাউনে প্রত্যেক টোটো ও ই রিকশা চালককেই সচিত্র পরিচয়পত্র ও রঙিন ছবি জমা দিতে হবে।
নিউটাউনে নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডের পর টোটো, ই রিক্সা চালকদের জন্য বিশেষ ব্যবস্থা বিধাননগর পুলিশের। এবার থেকে নিউ টাউনে প্রত্যেক টোটো ও ই রিকশা চালককেই সচিত্র পরিচয়পত্র ও রঙিন ছবি জমা দিতে হবে। এরপর পুলিশের তরফ থেকে একটি পরিচয়পত্র দেওয়া হবে। যার এক কপি টোটোর গায়ে লাগানো থাকবে, এক কপি থাকবে পুলিশের কাছে। আরও এক কপি যাবে পরিবহণ দফতরে। পাশাপাশি টোটো ও রিক্সা চালকদের পরিচয় খতিয়ে দেখা হবে। যদি কারও বিরুদ্ধে কোনও মামলা থাকে, তাহলে তিনি টোটো কিংবা রিক্সা চালানোর অনুমতি পাবেন না।
- Related topics -
- শহর কলকাতা
- নিউটাউন
- পুলিশ
- বিধাননগর
- ক্রাইম
- ধর্ষণ
- খুন
- টোটো
- ইলেকট্রনিক রিকশা