R G Kar Case | ‘জাস্টিসে’র নামে টাকা তোলার অভিযোগ! ‘তিলোত্তমা’র জন্মদিনের আগেই অনিকেতদের তলব বিধাননগর পুলিশের!
Saturday, February 8 2025, 4:07 pm
![highlight](/img/target.png)
জাস্টিস ফর আরজিকরে'র নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে।
জাস্টিস ফর আরজিকরে'র নাম করে বাজার থেকে টাকা তোলার অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের আয়ের উৎস কী জানতে আরজিকর আন্দোলনের মুখ অনিকেত মাহাতো সহ ৭ জনকে তলব করল বিধাননগর পুলিশ। রাজু ঘোষের করা অভিযোগের ভিত্তিতেই অনিকেতদের তলব। রাজু ঘোষের বক্তব্য, তিনিও নাকি ৫ হাজার টাকা দিয়েছিলেন। উল্লেখ্য, আগমিকাল অর্থাৎ ৯ ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি করছেন চিকিৎসক সমাজের প্রতিনিধিরা। তবে তার আগেই জুনিয়র ডাক্তারদের তলব।