Bhopal | লিভ ইন পার্টনারকে খুন করে দু’দিন রাত্রিবাস! মদের নেশায় বন্ধুর কাছে সব উগরে দিলো যুবক!
Tuesday, July 1 2025, 1:45 pm

গত ২৭ জুন রাতে রিতিকার সঙ্গে ঝামেলা শুরু হয় শচিনের। বচসা চলাকালীন প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে সে।
লিভ ইন পার্টনারকে খুন করে, দেহ চাদরে মুড়িয়ে দু’দিন রাত্রিবাস যুবকের! ভয়ানক ঘটনাটি ঘটেছে ভোপালে। শহরের গায়েত্রীনগরের একটি ফ্ল্যাটে থাকতেন নিহত যুবতী রিতিকা সেন ও তার লিভ ইন পার্টনার শচিন রাজপুত। অভিযোগ, প্রেমিকার অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করত শচিন। এরপর গত ২৭ জুন রাতে রিতিকার সঙ্গে ঝামেলা শুরু হয় শচিনের। বচসা চলাকালীন প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে সে। পুলিশ সূত্রে খবর, খুনের পর মদের নেশায় নিজের কাছের এক বন্ধুকে বিষয়টি জানায় শচিন। সেই পুলিশে খবর দেয়।