দেশ

কৃষি আইন বাতিলের দাবিতে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক গোষ্ঠী

কৃষি আইন বাতিলের দাবিতে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক গোষ্ঠী
Key Highlights

কৃষকদের ডাকে আজ গোটা দেশজুড়ে ভারত বনধ। কৃষি আইন বাতিলের দাবিতে আজকের ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস, এনসিপি, ডিএমকে, আপ, আরজেডি, সপা, বসপা, উপত্য়কার গুপকর দল, বামেরা; এছাড়াও মোট ১৮টি রাজনৈতিক দল। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এই বনধ সমর্থন করছেন। কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, ‘‘মঙ্গলবার দুপুর ৩টে পর্যন্ত সম্পূর্ণ ভারত বনধ পালিত হবে। কিন্তু জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে’’। দেশের বিভিন্ন জায়গায় রেল অবরোধ রাস্তায় বসে বিক্ষোভও দেখাচ্ছে বন্‌ধ সমর্থকরা। দিল্লি-হরিয়ানার সংযোগস্থল সিঙ্ঘু সীমানার পাশাপাশি অউচঁদি, পিয়াউ মনিয়ারি এবং মঙ্গেশ সীমানা ও ৪৪ নম্বর জাতীয় সড়ক দুইদিক থেকে বন্ধ রাখা হয়েছে।