দেশ

Bharat Bandh | ভারত বনধের ব্যাপক প্রভাব বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশে! বন্ধ একাধিক জাতীয় সড়ক ও ট্রেন চলাচল

Bharat Bandh | ভারত বনধের ব্যাপক প্রভাব বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশে! বন্ধ একাধিক জাতীয় সড়ক ও ট্রেন চলাচল
Key Highlights

ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থার ডাকা ভারত বনধের প্রভাব পড়লো বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ দেশের একাধিক রাজ্যে।

ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থার ডাকা ভারত বনধের প্রভাব পড়লো বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ দেশের একাধিক রাজ্যে। একাধিক জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি শীর্ষ আদালত একটি মামলার জানায়,তফসিলি জাতি এবং জনজাতি সমাজের মধ্যে যাঁরা আর্থিক ভাবে স্বচ্ছল তাঁদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক। পরিবর্তে তফসিলি জাতি এবং জনজাতি সমাজে যাঁরা একেবারে নীচে রয়েছেন তাঁদের বাড়তি সুবিধা দেওয়া দেওয়া হোক। আদালতের এই সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি একাধিক দাবিতে আন্দোলনের ডাক দেয় এনএসিডিএওআর।