NAAC Recognition | বিতর্কিত ভাঙড় মহাবিদ্যালয় পেলো ন্যাক এর স্বীকৃতি

Sunday, January 19 2025, 5:12 pm
highlightKey Highlights

বহু বিতর্কের কেন্দ্রে থাকা ভাঙড় মহাবিদ্যালয় ন্যাক এর বিচারে এ গ্রেড পেল গত বৃহস্পতিবার।


জানুয়ারির ৬ ও ৭ তারিখ ভাঙড় কলেজ পরিদর্শনে এসেছিলেন দিল্লি, তেজপুর এবং মুম্বইয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পড়াশোনা, প্রযুক্তিগত মান ইত্যাদি একাধিক বিষয়ের উপরে পর্যবেক্ষণের পর বিভিন্ন ক্যাটেগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে ন্যাক কর্তৃপক্ষর কাছ থেকে অবশেষে A গ্রেড পেল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় মহাবিদ্যালয়। এ সাফল্যে আপ্লুত কলেজের বর্তমান অধ্যক্ষ বীরবিক্রম রায়। বহু বিতর্কের কেন্দ্রে থাকা ভাঙড় মহাবিদ্যালয় এর আগে B++ স্বীকৃতি পেয়েছিলো। পরিকাঠামোর ওপর জোর দিতেই ছবিটা পাল্টালো, দাবি কতৃপক্ষের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File