Chinnaswamy Stadium | পদপিষ্ঠের ঘটনার জের? চিন্নাস্বামী স্টেডিয়ামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলো BESCOM!
Tuesday, July 1 2025, 9:03 am

চিন্নাস্বামী স্টেডিয়ামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল বেঙ্গালুরু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (BESCOM)।
বেঙ্গালুরুতে RCB এর IPL বিজয় উৎসবে পদপিষ্ঠের ঘটনায় পর, এবার চিন্নাস্বামী স্টেডিয়ামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল বেঙ্গালুরু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (BESCOM)। তাদের দাবি, যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই স্টেডিয়ামে। উল্লেখ্য, কর্নাটকের দমকল দপ্তরের তরফে চিঠি দেওয়া হয়েছিল BESCOMকে। সেখানে বলা হয়, অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে চিন্নাস্বামীকে যেসব নির্দেশিকা দেওয়া হয়েছিল সেগুলি কার্যকর করা হয়নি। অভিযোগ সত্ত্বেও কেন স্টেডিয়ামে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, সেই নিয়ে BESCOMকে তিরস্কার করে কর্নাটক হাইকোর্টও।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- স্টেডিয়াম
- চিন্নাস্বামী স্টেডিয়াম
- বেঙ্গালুরু