Bengaluru FC | সিঁদুরে মেঘ ISL-র, প্রধান কোচের সাথে সম্পর্ক ছিন্ন করলো বেঙ্গালুরু এফসি
Friday, November 14 2025, 4:21 pm
Key Highlightsবেঙ্গালুরু এফসি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ খেরার সারাগোসার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল।
৭ নভেম্বর, শুক্রবার আইএসএলে বিড করেনি এফএসডিএল। বিড করেনি অন্য কোনও সংস্থাও। ফলে ভারতীয় ফুটবলের ভাগ্য ফের দাঁড়িয়েছে সরু সুতোর উপর। এই পরিস্থিতিতে প্রধান কোচ খেরার সারাগোসার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বেঙ্গালুরু এফসি। সূত্রের খবর, সহকারী কোচ সেবাস্তিয়ান ভেগা এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ইয়োআনিস গিওকাসকেও ক্লাব ছেড়ে দিয়েছেন। ক্লাবের তরফে কোচেদের অবদানের জন্যে শুভকামনা জানিয়েছে কতৃপক্ষ। উল্লেখ্য, ISL নিয়ে অনিশ্চয়তায় অনুশীলন বন্ধ করে দিয়েছে মোহনবাগান এসজি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্সের মতো দলগুলি।
- Related topics -
- খেলাধুলা
- বেঙ্গালুরু
- ফুটবল
- ফুটবলার
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- ফুটবল লেজেন্ড

