BCCI against Byju's । ভারতীয় ক্রিকেট দলের স্পনসরশিপের চুক্তির ১৫৮ কোটি টাকা দেয়নি Byjus! বিসিসআই-র করা দেউলিয়ার মামলা!

Tuesday, July 16 2024, 2:11 pm
BCCI against Byju's । ভারতীয় ক্রিকেট দলের স্পনসরশিপের চুক্তির ১৫৮ কোটি টাকা দেয়নি Byjus! বিসিসআই-র করা দেউলিয়ার মামলা!
highlightKey Highlights

বাইজুসের বিরুদ্ধে বিসিসআই-র করা মামলা গ্রহণ করল ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইবুনালের (NCLT) বেঙ্গালুরুর বেঞ্চ।


বাইজুসের বিরুদ্ধে বিসিসিআই-র করা মামলা গ্রহণ করল ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইবুনালের (NCLT) বেঙ্গালুরুর বেঞ্চ। ভারতীয় বোর্ডের তরফে অভিযোগ করা হয়েছিল যে ভারতীয় ক্রিকেট দলের স্পনসরশিপের চুক্তির ১৫৮ কোটি টাকা দেয়নি বাইজুস। তবে বাইজুস জানায়, যে মামলাটি দায়ের করেছে বিসিসিআই, সেটা আইনি প্রক্রিয়ায় না ঢুকে বাইরেই মিটিয়ে নেওয়ার জন্য ভারতীয় বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। অভিযোগ উঠেছে যে ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ মার্চ পর্যন্ত টাকা মেটায়নি বাইজুস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File