Aranyer Din Ratri | বিশ্বমঞ্চে বঙ্গের জয়জয়কার, কান ফেস্টিভ্যালে দেখানো হবে কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’ !

Wednesday, May 7 2025, 4:59 pm
highlightKey Highlights

২০২৫ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ‘অরণ্যের দিনরাত্রি’।


২০২৫ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’র আধারে নির্মিত ছবি ‘অরণ্যের দিনরাত্রি’। কয়েক দশক পেরিয়েও সত্যজিৎ রায়ের এই কালজয়ী ছবি রোমাঞ্চিত করে সিনেপ্রেমীদের। আরো একবার বিশ্বসিনেমার আঙিনায় এই ছবির স্ক্রিনিং হতে চলেছে। ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর, ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড মেম্বার তথা পরিচালক ওয়েস আন্ডারসনও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File