Padma Award 2025 | বাংলার জন্যে খুশির খবর, পদ্মশ্রী পাচ্ছেন বাংলার ঢাকি গোকুলচন্দ্র দে
Saturday, January 25 2025, 5:33 pm
Key Highlights
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কার ২০২৫এর ৩০ জন প্রাপকদের নাম। তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের ৫৭ বছর বয়সি ঢাকি গোকুলচন্দ্র দাস।
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২০২৫এর পদ্ম সম্মানের তালিকা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। ৩০জন পদ্মশ্রী পাচ্ছেন এ বার। তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের ৫৭ বছর বয়সি ঢাকি গোকুলচন্দ্র দে, প্যারালিম্পিয়ান হরবিন্দর সিং, হিমাচলপ্রদেশের আপেল চাষি হরিমান শর্মা, ভোজপুরের সমাজকর্মী ভীমসিং ভবেশ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ নীরজা ভাটলা প্রমুখ। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানের মধ্যে অন্যতম পদ্ম পুরস্কার। ৩টি ভাগ রয়েছে এই সম্মানের: পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। কলা, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়।
- Related topics -
- দেশ
- পদ্মশ্রী
- পদ্মভূষণ
- পশ্চিমবঙ্গ
- কেন্দ্রীয় সরকার
- খেলোয়াড়
- হিমাচলপ্রদেশ
- হিমাচল প্রদেশ
- পদ্ম পুরস্কার 2025