Bengalore | হোয়াটসঅ্যাপে চালান প্রতারণা! ক্লিক করতেই ৭০ হাজার খোয়ালেন যুবক!

Monday, February 3 2025, 5:49 am
highlightKey Highlights

বেঙ্গালুরুতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক যুবককে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল চালান।


প্রযুক্তিকে হাতিয়ার করে নতুন নতুন প্রতারণার ফাঁদ পাতছে সাইবার ক্রিমিনালরা। এবার ডিজিটাল চালানেও প্রতারণা! জানা গিয়েছে, বেঙ্গালুরুতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এক যুবককে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল চালান। তাতে ক্লিক করতেই তার খোয়া যায় ৭০ হাজার টাকা। প্রতারিত যুবক হরি কষ্ণণ জানান, ওই মেসেজে চালান নম্বরের সঙ্গে বাহন পরিবহণ নামের একটি অ্যাপ ডাউনলোড করার কথা বলা হয়। একটি ফাইল অ্যাটাচ ছিল। সেই লিঙ্কে ক্লিক করতে অ্যাপ ডাউনলোড হয়ে একটি ওটিপি আসে। এরপরই হ্যাক হয়ে যায় তাঁর ফোন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File