দেশ

‘বাঙালি প্রধানমন্ত্রী চাই ’ হ্যাশট্যাগের বিপুল প্রচার টুইটারে

‘বাঙালি প্রধানমন্ত্রী চাই ’  হ্যাশট্যাগের বিপুল প্রচার টুইটারে
Key Highlights

রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপি-র মোকাবিলায় তৃণমূল সুপ্রিমোকে তুলে ধরার পক্ষে নেটমাধ্যমে চালু হয়েছে জোরকদমে প্রচার। বর্তমানে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র-রাজ্য সঙ্ঘাতের আবহে তা আরও জোরালো হয়েছে। সোমবার, ৩১শে মে থেকেই টুইটারে প্রচারের ট্রেন্ড হয়েছে ‘বাঙালি প্রধানমন্ত্রী’ হ্যাশট্যাগ। ইতিমধ্যেই ৩০শে মে থেকেই মমতার ছবি দিয়ে ‘বাঙালি প্রধানমন্ত্রী’ হ্যাশট্যাগে প্রচার শুরু হয়েছে। সেই নিয়ে টুইটারে এখন ব্যাপক হৈচৈ। কেউ লিখছেন ‘ভারত বাংলার মেয়েকে চায়’; আবার কেউ বা লিখেছেন, ‘দিদিকে এ বার প্রধানমন্ত্রী চাই’।