জিং-মিমি জুটির প্রথম ছবি 'বাজি'-র টিজার মুক্তি পেল, হবে ভরপুর রোম্যান্স আর অ্যাকশনের বাজিমাত।

Friday, November 13 2020, 8:13 am
জিং-মিমি জুটির প্রথম ছবি 'বাজি'-র টিজার মুক্তি পেল, হবে ভরপুর রোম্যান্স আর অ্যাকশনের বাজিমাত।
highlightKey Highlights

নিজের পছন্দের ময়দানে নেমে পড়েছেন টলিউডের ‘বস’। বৃহস্পতিবার প্রকাশ্যে এল জিৎ-মিমি জুটির প্রথম ছবি বাজির টিজার। মাত্র এক মিনিটের টিজারে অ্যাকশন, রোম্যান্স আর জিং এর পরিচিত পাঞ্চ লাইনের ককটেল দেখল দর্শকরা। বাজি পরিচালনার দায়িত্বে অংশুমান প্রত্যুষ, চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক এবং সঙ্গীতের দায়িত্বভার সামলেছেন জিত গঙ্গোপাধ্যায়। চলতি বছর ইদে মুক্তির কথা ছিল এই ছবি তবে করোনার জেরে সব হিসেব ওলোট-পালোট হয়ে যায়। মার্চে করোনার জন্য লকডাউন ঘোষিত হলে লন্ডনে বাজির শ্যুটিং মাঝপথে ফেলে চলে এসেছিলেন জিং-মিমিরা। সেপ্টেম্বরে ফের লন্ডনে পৌঁছে বাজির শ্যুটিংয়ের কাজ শেষ করে গোটা টিম। এই ছবিতে রয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সব্যসাচী চক্রবর্তীসহ আরও অনেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট