জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন, গ্লাস পেন্টিংয়ে উঠে এলেন সত্যজিৎ রায়, ফুটে উঠল তাঁর অমর সৃষ্টিও।
Thursday, November 5 2020, 2:19 pm
Key Highlightsএবছর ছিল বিশ্ব বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এর জন্ম শতবার্ষিকী। যদিও করোনাকালে সেটা বিশেষভাবে উদযাপন করা যায়নি। তবে ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু অন্যরকম উদ্যোগ নজর কেড়েছে। এমনই একটি উদাহরণ হলেন শিল্পী পল্লবী সিংহ রায়। যিনি কিনা সত্যজিৎ এর অমর সৃষ্টির বেশ কিছু নিদর্শন গ্লাস পেন্টিংয়ের মধ্যে দিয়ে তুলে ধরেছেন।পল্লবীর গ্লাস পেন্টিংয়ে উঠে এসেছে পথের পাঁচালী এর অপু-দুর্গার বৃষ্টি ভেজার দৃশ্য, গুপী-বাঘার এক সঙ্গে গান গাওয়ার মুহূর্ত, জয় বাবা ফেলুনাথ এর ভেল্কির খেল দেখানোর বোর্ড এর ডিজাইন, আর এবং সত্যজিৎ রায়ের একটা মুখের প্রতিকৃতি।
- Related topics -
- বিনোদন
- বাংলা চলচ্চিত্র
- সত্যজিৎ রায়
- চিত্রনাট্যকার
- birthcentenary

