Chicago | বাঙালিনীর বিরুদ্ধে চিকিৎসা জালিয়াতির অভিযোগ, দশ বছরের সাজা শোনাল আমেরিকার আদালত
Friday, June 13 2025, 3:56 pm
 Key Highlights
Key Highlightsচিকিৎসা জালিয়াতির অপরাধে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা। বাঙালিনী এই মহিলার নাম মণা ঘোষ।
আমেরিকার আদালতে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন মহিলা। চিকিৎসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে এই বাঙালি চিকিৎসকের বিরুদ্ধে। বছর বাহান্নর মণা ঘোষ মার্কিন মুলুকে ‘প্রোগ্রেসিভ উওমেনস হেলথকেয়ার’ নামের একটি প্রসূতি ও স্ত্রীরোগ কেন্দ্র চালাতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন এবং বায়োপসি, আলট্রা সাউন্ড, টিকা, রক্ত পরীক্ষা এবং যৌনবাহিত রোগের পরীক্ষার ভুয়ো বিল বানাতেন তিনি। কারাবাসের পাশাপাশি ১৫ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ১২.৫ কোটি টাকা) জরিমানা দিতে হবে তাকে।

 
 