নয়া ইতিহাস, দেশের প্রথম মহিলা এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার শ্যামলী হালদার !

Thursday, December 3 2020, 4:38 am
highlightKey Highlights

কথায় আছে 'এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট' সবথেকে কঠিন ও স্ট্রেসফুল জব। গত মঙ্গলবার ৫৬ বছর বয়সের প্রবাসী বাঙালি কন্যা শ্যামলী হালদারকে পূর্ব ভারতের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত করা হয়েছে। গোটা ভারতজুড়ে এক নজির গড়লেন। প্রবাসী হলেও পিতার কর্মসূত্রে নাগপুরে তিনি বড় হয়েছেন ও ১৯৯০ সাল থেকে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কাজ করছেন। তাই এই দায়িত্ব তাঁর কাছে তেমন স্ট্রেসফুল নয় বলেই জানিয়েছেন তিনি। বিমানবন্দর সূত্রে খবর, পূর্বে মায়ানমার, পশ্চিমে প্রায় নাগপুর, উত্তরে বারাণসী উত্তর-পশ্চিমে গুয়াহাটি, দক্ষিণে হায়দরাবাদ পর্যন্ত বিস্তৃত পূর্ব ভারতের আকাশসীমা; যা দেশের মধ্যে সবথেকে বড়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File