India VS Thailand | বঙ্গকন্যা সঙ্গীতার জোড়া গোলে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ভারতের ব্লু টাইগ্রেসরা!
Saturday, July 5 2025, 5:44 pm

থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করে নিলেন ব্লু টাইগ্রেসরা।
ছেলেরা যা করতে পারেননি তা করে দেখালেন ভারতের মেয়েরা। থাইল্যান্ডকে ২:১ গোলে উড়িয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করলো ভারতের ব্লু টাইগ্রেসরা। ফিফা র্যাঙ্কিং ৪৬এ থাকা দলের বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত কঠিন ছিল ভারতীয় দলের জন্যে। শনিবারের সন্ধ্যায় হাড্ডাহাড্ডি ম্যাচে জোড়া গোল করে বাজিমাত করলেন বাংলার মেয়ে সঙ্গীতা বাসফোরে। ম্যাচের ২৯ মিনিটে দূরপাল্লার শটে দুর্দান্ত গোল এবং ৭৩ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁইয়ে সঙ্গীতার দ্বিতীয় গোলেই জিতলো ভারত। ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার টিকিট ‘কনফার্ম’ করল টিম ইন্ডিয়া।