দেশ

Sayani Das । জাতীয় পুরস্কার পেতে চলেছেন পঞ্চসিন্ধু পেরোনো বঙ্গকন্যা সায়নী দাস

Sayani Das । জাতীয় পুরস্কার পেতে চলেছেন পঞ্চসিন্ধু পেরোনো বঙ্গকন্যা সায়নী দাস
Key Highlights

ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ পেতে চলেছেন বাংলার মেয়ে সায়নী।

নতুন বছরে জাতীয় পুরস্কার পেতে চলেছেন কালনার সাঁতারু সায়নী দাস। বুধবার ইমেলে জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার খবর পান তিনি। এর আগে রাজ্য সরকারের ‘খেলাশ্রী,’ ‘মাদার টেরেসা ইন্টারন্যাশালনাল অ্যাওয়ার্ড,’ ‘লোকমাতা রানী রাসমণি স্মারক সম্মান’এর মত বিভিন্ন পুরস্কার পেয়েছেন সায়নী। আগামী ১৭ই জানুয়ারি নয়াদিল্লির গণতন্ত্র মণ্ডপে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ তাঁর হাতে তুলে দেবেন ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’। ফলে জিব্রাল্টার সফরের জন্য ফান্ডিংয়ে দুশ্চিন্তা কমলো তাঁর।