Koyel bar | কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জয় বঙ্গকন্যা কোয়েলের, ভাঙলেন বিশ্বরেকর্ড
Wednesday, August 27 2025, 2:25 pm

বাংলার মেয়ে কোয়েল বর মেয়েদের ৫৩ কেজি বিভাগে বিশ্বরেকর্ড গড়ে জোড়া সোনা জেতেন।
গুজরাটে চলছে ইয়ুথ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়নশিপে ভারোত্তোলনে জোড়া সোনা জয় বাংলার মেয়ে কোয়েল বরের। মঙ্গলবার রাতে মেয়েদের ৫৩ কেজি বিভাগে ইয়ুথ এবং জুনিয়র দুই ক্যাটেগরিতেই শীর্ষস্থান দখল করেছেন ১৭ বছর বয়সি কোয়েল। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ইউথ ক্যাটেগরিতে ১৯২ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড গড়েছেন কোয়েল। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগেই ১০৭ কেজি ওজন তুলেছেন কোয়েল, সেটাও বিশ্বরেকর্ড। এমনকি সিনিয়র বিভাগে দ্বিতীয় পদাধিকারীর থেকেও বেশি ভারোত্তোলন করেছেন তিনি। তাঁর সাফল্যে গর্বিত পরিবার।
- Related topics -
- খেলাধুলা
- কমনওয়েলথ গেমস
- ওয়েট লিফটিং
- সোনা জয়ী
- হাওড়া
- স্বর্ণ পদক
- ভারত