গোটা বছরের স্মৃতিকে ছন্দে গেঁথে তৈরি রুদ্রনীলের বিশেষ কবিতা ‘বিশের বিষ’।
Thursday, December 31 2020, 10:43 am
 Key Highlights
Key Highlightsএবছর নীলকণ্ঠের গরলের চাইতে কোনও অংশে কম ছিল না। করোনা, আমফান, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুতের মতো তারকাদের চলে যাওয়া। মানুষের পরিযায়ী তকমা পাওয়া। জীবনে আইসোলেন, স্যানিটাইজার, মাস্কের গুরুত্ব বোঝা। বোঝার এই বোঝা নিয়েই প্রায় গোটা বছরটা কাটল। রাত পোহালেই নতুন বছর। সুদিন ফেরার আশায় গোটা বিশ্ব। তার আগে অতীতের পাতার ঘটনাবহুল এই বছরকে কবিতার মাধ্যমে স্মরণ করলেন রুদ্রনীল ঘোষ। ছন্দে ফেরালেন বিশেষ বিষাক্ত স্মৃতিগুলি। ভবিষ্যতের পথে পা বাড়ানোর আগে অতীতের গুরুত্ব অনুভব করা প্রয়োজন। সেই তাগিদ অনুভব করেই দুই বছরের সন্ধিক্ষণে কবিতাটি লিখে ফেলেছেন রুদ্রনীল। সাদা-কালোর প্রেক্ষাপটে নিজে তা পাঠ করেছেন।
-  Related topics - 
- সেলিব্রিটি
- টলিউড
- অভিনেতা
- রুদ্রনীল ঘোষ

 
 