কোভিডবিধি মেনে শুটিং করেও শেষরক্ষা হল না, করোনা পজিটিভ হলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
Monday, December 21 2020, 11:14 am
Key Highlightsকরোনা আবহেই শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’। এবারে শোয়ের সঞ্চালনার দায়িত্ব ছিল আবির চট্টোপাধ্যায়ের। করোনায় আক্রান্ত টলিপাড়ার অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন সেই খবর। শনিবারই বেশ চনমনে মেজাজে পর্দায় দেখা গিয়েছিল আবিরকে। রিয়ালিটি শোয়ের বিচারক থেকে প্রতিযোগী, সকলের সঙ্গে হাসি-ঠাট্টা করে জমিয়ে রেখেছিলেন অনুষ্ঠান। যদিও সে শুটিং আগেই হয়েছিল। তবে রবিবারই অনুরাগীদের জানালেন, তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ফেসবুক পোস্টে অভিনেতা জানিয়েছেন, সমস্ত সতর্কতা অবলম্বন করেই শুটিং হচ্ছিল। তিনি ও তাঁর দল প্রত্যেকেই সব নিয়মকানুন মেনেই কাজ করছিলেন কিন্তু, শেষরক্ষা করা গেল না শরীরে ছড়াল সংক্রমণ।
- Related topics -
- সেলিব্রিটি
- অভিনেতা
- আবির চ্যাটার্জী
- কোভিড ১৯
- কোভিড পজিটিভ

