বিনোদন

Hari Madhab Mukherjee | প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়!

Hari Madhab Mukherjee | প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়!
Key Highlights

বাংলার নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়।

বাংলার নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়। ১৭ মার্চ, সোমবার রাত ৯টা বেজে ১০ মিনিটে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন হরিমাধব মুখোপাধ্যায়। কিশোর বয়সে বন্ধুদের নিয়ে ‘তরুণতীর্থ’ নামে একটি নাটকের দল তৈরি করেন তিনি। তাঁর নিজের লেখা ‘দশ পুতুল’ নাটক মঞ্চস্থ করেন। কলকাতায় চাকরি জীবনে নাট্যচর্চায় নিজেকে সমৃদ্ধ করেছিলেন হরিমাধব বাবু।