Santosh Trophy | ৮ বছর পর সন্তোষ ট্রফি জয়ের হাতছানি! সার্ভিসেসকে ৪-২ গোলে উড়িয়ে দিলো বাংলা
পূর্বে ৮ বছর পর আগে, শেষবার ২০১৬-১৭ মরশুমে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা।
সন্তোষ ট্রফির ফাইনালে পা দিল বাংলা! এদিন সেমিফাইনালে সার্ভিসেসকে উড়িয়ে ৪:২ গোলে জিতল বাংলা। জোড়া গোল করেন রবি হাঁসদার। বাকি দুটি গোল করেন মনোতোষ মাজি, নরহরি শ্রেষ্ঠার। এর পূর্বে ৮ বছর পর আগে, শেষবার ২০১৬-১৭ মরশুমে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর কেবল দুবার ফাইনালে উঠলেও ট্রফিজয় হয়নি ৩২ বার চ্যাম্পিয়ন বাংলার। ফলে ৩১ ডিসেম্বর ফাইনালে বাংলা জয় পায় কিনা সেদিকেই নজর সকলের। ফাইনালে কেরল ও মণিপুরের মধ্যে জয়ী দলের মুখোমুখি হতে হবে সঞ্জয় সেনের ছেলেদের।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- সন্তোষ ট্রফি
- বাংলা দল