Syed Mushtaq Ali Trophy । সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দাপুটে বাংলা, অভিষেকের ৮১ তে মিজোরামকে ৮ উইকেটে হারালো বাংলা দল
Wednesday, November 27 2024, 12:34 pm
Key Highlightsসৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দাপট অব্যাহত বাংলার। সুদীপ কুমার ঘরামির দল উড়িয়ে দিল মিজোরামকে। যার নেপথ্যে অভিষেক পোড়েলের বিধ্বংসী ৮১ রান।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মিজোরামের বিরুদ্ধে দাপুটে জয় বাংলার। এদিন সৌরাষ্ট্রের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মিজোরাম করে ১৫৭ রান। ১৫.৩ ওভারে বাংলা জেতে ৮ উইকেটে। বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল এদিন ৯টি চার ও ৪টে ছয় মেরে ৮১ রান করেন। আইপিএল নিলামের আগেই তাঁকে রিটেন করেছিল দিল্লি ক্যাপিটালস। বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন অভিষেক।
- Related topics -
- খেলাধুলা
- রাজ্য
- ক্রিকেট
- ক্রিকেটার
- মিজোরাম
- টেস্ট ম্যাচ
- দিল্লী ক্যাপিটালস্
- দেশ
- লক্ষ্মীরতন শুক্লা
- অধিনায়ক

