রাজ্য

কোভিডবিধি মেনে গণনা কেন্দ্রের নীল নকশা তৈরি করল নির্বাচন কমিশন

কোভিডবিধি মেনে গণনা কেন্দ্রের নীল নকশা তৈরি করল নির্বাচন কমিশন
Key Highlights

মাঝে আর এক দিন; তারপরেই ২রা মে রবিবার ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল। মাস্ক, গ্লাভস, নিরাপদ দূরত্ব অর্থাৎ কোভিডবিধি মানার পাশাপাশি নিরাপত্তা বলয়ও অটুট থাকবে। এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে নির্বাচন কমিশন নীল নকশা তৈরি করেছে। এবছর মোট গণনা কেন্দ্রের সংখ্যা ১০৮টি। গণনাকেন্দ্রে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, RAF, কম্যান্ডো ও কুইক রেসপন্স টিমের সদস্যরা বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবে। গণনা কক্ষ বা কাউন্টিং হলে শুধুমাত্র প্রবেশ করতে পারবেন রিটার্নিং অফিসার, গণনা পর্যবেক্ষক, গণনা সহকর্মী, মাইক্রো অবজার্ভার, কাউন্টিং এজেন্ট, সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও এজেন্টরা।