কলকাতা হাইকোর্ট

'আদালতে সন্দেহ ব্যক্তিগত স্বাধীনতা নষ্টের চেষ্টা হচ্ছে', হাইকোর্টের পক্ষ থেকে বড় স্বস্তি শুভেন্দুকে

'আদালতে সন্দেহ ব্যক্তিগত স্বাধীনতা নষ্টের চেষ্টা হচ্ছে', হাইকোর্টের পক্ষ থেকে বড় স্বস্তি শুভেন্দুকে
Key Highlights

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতের নির্দেশ ছাড়া আর নতুন কোন FIR নয়। কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি বিরোধী দলনেতার।

এফআইআর খারিজ মামলায় সরাসরি শাসকদলের আচরনেও প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি। তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, 'আদালতের সন্দেহ বিরোধী দলনেতার ব্যক্তিগত স্বাধীনতা নষ্ট করার চেষ্টা হচ্ছে। রাজ্য পুলিশ হয় নিজে, না হয় শাসক দলের কথায় বিরোধী দলনেতার পাবলিক লাইফ পন্ড করতে চাইছে বলেও চাঞ্চল্যকর পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এমনকি পরিকল্পিতভাবেই ভেবে-চিন্তে এই কাজ করা হচ্ছে বলেও মন্তব্য করলেন বিচারপতি।

একের পর এক Fir দায়ের করা হয়েছে শুভেন্দু অধিকারীর নামে। আর সেই সমস্ত এফআইআরকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। আর সেই মামলার শুনানিতে একের পর এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষক বিচারপতি। শুধু তাই নয়, অধিকাংশ FIR এর নথি পর্যবেক্ষণ করে বিচারপতির বক্তব্য, এই সমস্ত এফআইআর অযৌক্তিক।

উল্লেখ্য, বৃহস্পতিবার শুভেন্দুর মামলায় বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ সব FIR এর উপর আপাতত স্থগিতাদেশ থাকবে। ওই নির্দেশে তিনি আরও উল্লেখ করেছেন, আর নতুন অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে হলেও আদালতের অনুমতি লাগবে। যা অবশ্যই বিরোধী দলনেতার কাছে বড় স্বস্তি । বৃহস্পতিবার আদালতে দীর্ঘ সওয়াল জবাব চলে।

বিরোদী দলনেতার তরফে আইনজীবী বলেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে ৬টি FIR একই সময়। অধিকাংশ স্বতঃপ্রনোদিত ভাবে পুলিশ নিজেই করেছে বলে দাবি আইনজীবীর। এখনও পর্যন্ত ২৬ মোট অভিযোগ দায়ের হয়েছে বলেও জানান আইনজীবী। এমনকি একাধিক ধারাতে এই FIR করা হচ্ছে বলেও অভিযোগ আইনজীবীর।

এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে আইনজীবী বলেন, কোনও সভাতে শুভেন্দু অধিকারী কিছু বললেই এই FIR করা হচ্ছে। এমনকি বক্তব্য ধরে এই অভিযোগ করা হচ্ছে বলেও অভিযোগ। র‍্যালির ক্ষেত্রেও একই অভিযোগ তুলে এমনকি শুভেন্দু অধিকারীর টুইটেও সমস্যা বলে আদালতে সওয়াল বিরোধী দলনেতার। ৪১/a নোটিশ প্রায় রোজ দেওয়া হচ্ছে। প্রতি মুহূর্তে অভিযোগের ট্রেন্ড বদলাচ্ছে বলেও অভিযোগ আইনজীবীর। শুধু তাই নয়, প্রতিহিংসা করা হচ্ছে বলেও দাবি তাঁর। ফলে সমস্ত এফআইআর খারিজ করার দাবি জানান আইনজীবী। দীীর্ঘ শুনানি শেষে আদালত শুভেন্দুর বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআরে স্থগিতাদেশ দেয়।


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo