Syed Mushtaq Ali Trophy । বাংলাকে বাঁচাতে ব্যর্থ শামির দুর্দান্ত বোলিং , সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার বাংলার
বরোদার কাছে ৪১ রানে হার। সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা।
সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে গ্রুপে শীর্ষ থেকে নকআউটে গিয়েছিল বাংলা। শেষরক্ষা হলো না। এদিন বরোদার কাছে ৪১ রানে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা। টস জিতে প্রথমে বোলিং করে বাংলা। মহম্মদ সামি এদিন দুই উইকেট নিলেও চার ওভারে দিয়েছেন ৪৩ রান। অভিষেক পোড়েল ২২, অপর ওপেনার করণ লাল ৬ রান করেন। তিনে নেমে অধিনায়ক সুদীপ ঘরামিও (২) ব্যর্থ হন। এদিন বিজয়ী টিম বরোদা করে ১৭২/৭।