Syed Mushtaq Ali Trophy | কোয়ার্টার ফাইনালে উঠলো সামির ঝড়! চণ্ডিগড়কে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে বাংলা
Monday, December 9 2024, 9:58 am
Key Highlights
চণ্ডিগড়কে ৩ রানে পরাস্ত করে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রিলিমিনারির শেষ আটে প্রবেশ করল বাংলা।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রিলিমিনারির শেষ আটে প্রবেশ করল বাংলা। কোয়ার্টার ফাইনালে চণ্ডিগড়কে ৩ রানে পরাস্ত করলো বাংলার টিম। এই ম্যাচে দলের জয়ের পিছনে অন্যতম অবদান মহম্মদ সামির। সামি ও শাহবাজ় আহমেদ নেন একটি করে উইকেট। দুটি উইকেট নেন কনিষ্ক শেঠ। চারটি উইকেট নেন সায়ন ঘোষ। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলা। রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১২৯ রানে ৫ উইকেট থেকে ১৫২ রানে ৯ উইকেট হয়ে যায় চণ্ডিগড়। এরপর ১১ ডিসেম্বর বরোদাকে হারাতে পারলেই সেমিফাইনালে প্রবেশ করবে বাংলা।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল