Santosh Trophy Bengal vs Manipur । মণিপুরের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলার জয়ের ধারা কি তবে থামলো?

Sunday, December 22 2024, 3:47 am
highlightKey Highlights

সন্তোষ ট্রফির চতুর্থ ম্যাচে মণিপুর ও বাংলার খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। কোনও দলই গোল করতে পারেনি।


দুর্দান্ত ফর্ম যেন সামান্য বাঁধা পেলো। মণিপুরের বিরুদ্ধে সন্তোষ ট্রফির চতুর্থ ম্যাচে গোলশুন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাকে। আগের তিনটি ম্যাচে নিরঙ্কুশ ভাবে জিতেছিল সঞ্জয় সেনের দল। ফলে প্রত্যাশা ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। তবে প্রত্যাশা পূরণ হলো না। এদিনকার ম্যাচে কোনও দলই গোল করতে পারলোনা। ম্যাচ শেষ হলো অমীমাংসিত ভাবে। চার ম্যাচ খেলে বাংলার ঝুলিতে জমলো ১০ পয়েন্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File