করোনা বিধিনিষেধ সংক্রান্ত ফের জারি করা হল নির্দেশিকা, লোকাল ট্রেন চলাচল এখনও বন্ধ থাকছে

Sunday, August 29 2021, 6:53 am
করোনা বিধিনিষেধ সংক্রান্ত ফের জারি করা হল নির্দেশিকা, লোকাল ট্রেন চলাচল এখনও বন্ধ থাকছে
highlightKey Highlights

রাজ্যে করোনার বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়ানো হলো। শনিবার সন্ধ্যায় ফের নবান্ন থেকে জারি করা হলো করোনা বিধিনিষেধের নির্দেশিকা। এই নির্দেশিকায় লোকাল ট্রেন চলাচলের ব্যাপারে কোনও কথার উল্লেখ নেই। ফলে বোঝাই যাচ্ছে আনুষ্ঠানিকভাবেকলকাতা ও শহরতলির লোকাল ট্রেন। তবে এইবারের নির্দেশিকায় চাকরির কোচিং সেন্টার খোলায় অনুমতি দেওয়া হয়েছে । এদিনের নির্দেশিকায় বলা হয়েছে রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত নাইট কার্ফু চলাকালীন জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও যান চলাচল করতে পারবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File