দেশ

Udhampur | উধমপুরে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে শহিদ বাংলার সেনা জওয়ান ঝন্টু আলি শেখ!

Udhampur | উধমপুরে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে শহিদ বাংলার সেনা জওয়ান ঝন্টু আলি শেখ!
Key Highlights

শহিদ হয়েছেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বাসিন্দা জওয়ান ঝন্টু আলি শেখ। তিনি ৬ প্যারা SFএ কর্মরত ছিলেন।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলিতেও নজরদারি বাড়িয়েছে সেনা। জম্মু কাশ্মীর জুড়ে চলছে জঙ্গিদের তল্লাশি অভিযান। বৃহস্পতিবার উধমপুরে তল্লাশি চালানোর সময়ে জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। আর এই সংঘর্ষে শহিদ হয়েছেন বাংলার এক সেনা জওয়ান। জানা গিয়েছে, শহিদ হয়েছেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বাসিন্দা জওয়ান ঝন্টু আলি শেখ। তিনি ৬ প্যারা SFএ কর্মরত ছিলেন। উধমপুরের ডুডু বসন্তগড় এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিলেন ভারতীয় সেনা। সেই সময়েই সেনাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।