বেজায় চটলেন অক্ষয় কুমার! সোশ্যাল মিডিয়ায় শুরু করবেন ব্যবসা?
Tuesday, June 29 2021, 12:46 pm
Key Highlightsবলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমার হলেন একজন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একটি খবর খুব সহজেই ছড়িয়ে পড়ে। সেই পোস্টটিতে লেখা ছিল, বি-টাউনের আর এক অভিনেতা সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি পরিচালক সাজিদ নাদিয়াওয়ালা-র একটি সিনেমায় অক্ষয় কুমারের সাথে অভিনয় করতে চলছে। কিন্তু এই খবর যে ভুল, তার জন্য অক্ষয় কুমারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘এবার মনে হচ্ছে আমাকেই ফেক নিউজ ধরার ব্যবসা খুলতে হবে!’