Belgium | থাকবে মাতৃত্বকালীন ছুটি, পেনশন সহ একাধিক সুবিধা! যৌনকর্মীদের জন্য ঐতিহাসিক ঘোষণা
Sunday, December 1 2024, 4:55 pm
Key Highlights
বেলজিয়ামে যৌনকর্মকে আইনি স্বীকৃতি দিয়ে মাতৃত্বকালীন ছুটি, পেনশন ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
ঐতিহাসিক সিদ্ধান্ত বেলজিয়ামের! এবার সেখানকার যৌনকর্মীরাও পাবেন মাতৃত্বকালীন ছুটি এবং কাজ থেকে অবসরের পরে পেনশন। এছাড়াও যৌনকর্মীদেরও অনান্য অফিসের মতোই কন্ট্রাক্ট থাকবে, পাবেন স্বাস্থ্য বিমার সুবিধা। থাকবে ‘সিক লিভ’। পাশাপাশি যে সকল ঘরে যৌন পরিষেবা দেওয়া হবে সেখানে একটি করে ‘আপতকালীন অ্যালার্ম বোতাম’ থাকবে। যৌন কর্মীদের পছন্দ না হলে তাঁরা কোনও গ্রাহককে যৌন পরিষেবা দিতে অস্বীকারও করতে পারেন। এছাড়াও আর পাঁচটা সাধারণ চাকরির মতোই যৌনকর্মীদের কাজকে সমান মর্যাদা দিতে একাধিক নিয়ম আছে বেলজিয়াম সরকার।
- Related topics -
- আন্তর্জাতিক
- বেলজিয়াম
- আইন
- অন্যান্য