Belgharia Flyover | সংস্কারের জন্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বেলঘরিয়া রেল ফ্লাইওভার!
Friday, January 16 2026, 5:02 pm

Key Highlightsসংস্কারের কারণে ১৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বেলঘরিয়া রেল ফ্লাইওভার!
গত কয়েক বছরে বেলঘরিয়া ফ্লাইওভারের অবস্থা ক্রমশ বেহাল হয়ে পড়েছিল। একাধিকবার সংস্কারের দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। জানা গিয়েছে, সংস্কারের কারণে ১৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে বেলঘরিয়া রেল ফ্লাইওভার। কাজ শেষ হতে আনুমানিক তিন-চার মাস সময় লাগতে পারে। সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলেই আশঙ্কা। ফ্লাইওভার বন্ধ থাকাকালীন বিকল্প রাস্তা হিসেবে ৮ ও ২ নম্বর রেলগেট ব্যবহার করে যান চলাচল চালু রাখা হবে।
- Related topics -
- শহর কলকাতা
- বেলঘরিয়া
- রাজ্য
- ফ্লাইওভার
- উড়ালপুল বন্ধ


