Belgachia Dumping Ground | ছাপিয়ে গিয়েছে ধারণ ক্ষমতা, ফুলে উঠছে মাটি! বেলগাছিয়ার ভাগাড় ডেকে আনতে পারে বড় বিপদ! আশঙ্কা বিজ্ঞানীদের!
Monday, March 24 2025, 4:56 pm
Key Highlightsরবিবার বেলগাছিয়া ভাগাড় পরিদর্শন করেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীরা।
বেলগাছিয়ার ভাগাড় নিয়ে দুশ্চিন্তার কথা শোনালেন ভূবিজ্ঞানীরা! রবিবার বেলগাছিয়া ভাগাড় পরিদর্শন করে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীরা জানান, ভাগাড় বন্ধ না হলে আগামিদিনে কমপক্ষে ১ কিমি এলাকা জুড়ে ধস নামতে পারে। দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে বর্জ্য জমতে জমতে থাকায় এখানকার মাটির ধারণ ক্ষমতা সীমা ছড়িয়ে গিয়েছে। এর ফলে বড়সড় বিপদ ঘটতে পারে। এছাড়াও, ভাগাড়ে নিচে মাটিতে মিথেন গ্যাস তৈরি হওয়ার ফলে মাটি ফুলে উঠছে। ফলে ধসের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- পরিবেশ রক্ষা
- পরিবেশ দূষণ
- পরিবেশ
- পরিবেশ সুরক্ষা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ

