Beldanga Pell-mell | সাংবাদিকদের কাঠগড়ায় তুলে সাবধানবাণী শোনালেন মুর্শিদাবাদের পুলিশ সুপার!
Saturday, January 17 2026, 5:00 pm

Key Highlights‘এমন কোনও কথা যা উস্কানি জোগাতে পারে, তা থেকে দূরে থাকুন।’, বেলডাঙার ঘটনায় যেন সাংবাদিকদেরই উল্টো কাঠগড়ায় দাঁড় করাল পুলিশ।
বেলডাঙার ঘটনায় সাংবাদিকদের কাঠগড়ায় দাঁড় করাল পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ বললেন, ‘আপনারা যাঁরা সাংবাদিক রয়েছেন, আপনারা এই সব জায়গায় যখন যাবেন একটু বুঝে প্রশ্ন করুন, কথা বলুন, ওদের অনেকেই দুবৃত্ত। এমন কোনও কথা যা ওদের উস্কানি জোগাতে পারে, সেই প্রসঙ্গ দূরে থাকুন।’ তিনি আরও জানিয়েছেন, ‘আমরা ভিডিয়ো ধরে সাংবাদিককে মারের ঘটনায় চার জনকে চিহ্নিত করেছি। নির্দিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পাশাপাশি, আরও ৩০ জনকে যে গ্রেফতার করা হয়েছে।’
- Related topics -
- রাজ্য
- মুর্শিদাবাদ
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- সাংবাদিক


