অ্যালকোহলে চুমুক দিলে এই ব্যক্তিদের মৃত্যু ভয় বেড়ে যায়
Friday, June 25 2021, 1:16 pm
Key Highlightsমারণ করোনা ভাইরাসের কারণে ২০২০ সাল থেকে রাজ্য তথা গোটা দেশজুড়ে বিক্ষিপ্তভাবে লকডাউন হয়েছিল। কিন্তু যারা নিয়মিত মদ্যপান করেন, তাদের জন্য সেই লকডাউনের সময় মদ নিয়ে অনেক কালোবাজারির খবর পাওয়া গেছিল। চিকিৎসকের মতানুযায়ী, অ্যালকোহল জাতীয় যেকোনো পানীয় শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু যারা ডায়াবেটিস বা অবেসিটিতে আক্রান্ত, তাদের মদ্যপান একবারে করা উচিত নয়। কিন্তু নিজের ক্ষতির কথা জেনেও যারা মদ্যপান করেন তারা হঠাৎ করে ছাড়তে গেলেও শরীরের ক্ষতি হয়। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা নিয়মিত শরীরচর্চার পরামর্শ দেন।