আশঙ্কাজনক পর্ণশ্রীর শিশুকন্যা, ভেঙে গেছে খুলির হাড়।

Monday, December 14 2020, 1:11 pm
আশঙ্কাজনক পর্ণশ্রীর শিশুকন্যা, ভেঙে গেছে খুলির হাড়।
highlightKey Highlights

খুলির হাড় ভেঙেছে পর্ণশ্রীর ছোট্ট পালক্ষির। মাথায় রক্ত জমাট বেঁধেছে তার। বাবার হাত থেকে ফসকে গিয়ে চারতলার ছাদ থেকে পড়ে যাওয়া ১ বছর ৩ মাসের শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে তার।ছাদের কিনারায় দাঁড়িয়ে খেলছিলেন দক্ষিণ পূর্ব রেলের কর্মী বাবা সুভাষচন্দ্র পাণ্ডা। তখনই হাত ফসকে নিচে পড়ে যায় শিশুটি। তাকে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান বাবা। বাড়ির পাঁচিলে মাথা থেঁতলে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। শনিবার বাবার মৃত্যুর কথা জানত না সুভাষবাবুর বড় ছেলে। বাবার দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে ওই বালক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File