US Airliner Fire | টেকঅফের আগে রানওয়েতেই দাউদাউ করে জ্বলছে বিমানের ডানায় ইঞ্জিন! একটুর জন্য পেলেন যাত্রীরা
Monday, February 3 2025, 8:33 am
Key Highlights
টেকঅফের আগে রানওয়েতেই দাউদাউ করে জ্বলছে বিমানের ডানায় ইঞ্জিন!
টেকঅফের আগে রানওয়েতেই দাউদাউ করে জ্বলছে বিমানের ডানায় ইঞ্জিন! ঘটনাটি ঘটেছে রবিবার সকালে আমেরিকার হস্টনে জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে। হস্টন থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছিল মার্কিন ১৩৮২ নম্বরের বিমানটি। রানওয়ে ধরে কিছুটা এগিয়েও গিয়েছিলো বিমানটি। তখনই পাইলটদের নজরে আসে, একটি ইঞ্জিনে সমস্যা হচ্ছে। বিমানের একটি ডানার ইঞ্জিনে আগুনও ধরে যায়। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিছুক্ষণ পরই সব যাত্রীদের বাইরে আনা হয়। পরে দুপুরের দিকে অন্য একটি বিমানে যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পাঠায় কর্তৃপক্ষ।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- বিমান
- বিমান বন্দর
- বিমান দুর্ঘটনা