Jagannath Temple | রথযাত্রার আগেই বড় অঘটন পুরীর জগন্নাথ মন্দিরে! প্রশাসনকে চিঠি লিখলেন বর্ষীয়ান সেবায়ত!

জগন্নাথ মন্দিরের এক বর্ষীয়ান সেবায়ত হলধর দাসমহাপাত্র প্রশাসনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন।
আগামী শুক্রবার রথযাত্রা। কিন্তু তার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে ঘটলো বড় অঘটন! জানা গিয়েছে, চুরি গিয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ভেষজ ওষুধ। জগন্নাথ মন্দিরের এক বর্ষীয়ান সেবায়ত হলধর দাসমহাপাত্র প্রশাসনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, পুরীর মন্দিরের শ্রীক্ষেত্রের ঘর থেকে ৭০টি মোদক চুরি গিয়েছে। সাম্প্রতিক সময়ে দেবতাদের চিকিৎসার জন্য ৩১৩টি দশমূল মোদক তৈরি করেছিলেন রাজবৈদ্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, স্নানযাত্রার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। এই ওষুধেই তাঁদের ব্যাধি ঠিক হয়!
- Related topics -
- দেশ
- ভারত
- পুরী
- জগন্নাথ মন্দির
- রথযাত্রা